মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন আসলেও সেদেশে জাপানি প্রতিষ্ঠানগুলোর জ্বালানি ব্যবসায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার মিয়ানমারের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এটি মিয়ানমারে পরিচালিত প্রকল্পগুলোর ওপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আমরা শুনিনি।
গত ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তারা সেনা অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছেন।
একইদিন এসএন্ডপি গ্লোবাল প্ল্যাটস জাপানি প্রতিষ্ঠানগুলোর ওপর চালানো জরিপের বরাত দিয়ে জানিয়েছে, তারা মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে সাবধানতার সঙ্গে তথ্য সংগ্রহ করছে এবং সেদেশে তাদের প্রকল্পের ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে।
Comments