৭ দিনে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৭৪ হাজার মানুষ

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য গত এক সপ্তাহে ৭৪ হাজার মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম আজ সকালে হালনাগাদ এই তথ্য দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজ তার অফিস থেকে বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রেজিস্ট্রেশন কার্যক্রমের সর্বশেষ অবস্থার কথা তিনি সাংবাদিকদের জানান।
আগামী ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু করবে সরকার। এর জন্য প্রথম দফায় কোভিড-১৯ মোকাবিলায় যুক্ত সম্মুখসারির কর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের গত ২৭ জানুয়ারি থেকে অনলাইনে নিবন্ধিত করা হচ্ছে। তবে অনলাইনে নিবন্ধন করতে না পারলে টিকাদান কেন্দ্রে গিয়েও তাৎক্ষণিকভাবে নিবন্ধন করা যাবে।
খুরশিদ আলম বলেন, ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। দেশজুড়ে টিকাদান শুরু হওয়র পরও এটা চলতে থাকবে। জনগণকে টিকার ব্যাপারে উৎসাহিত করতে জনপ্রতিনিধি ও বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
টিকাদান কর্মসূচি শুরুর দিনেই স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা টিকা নেবেন বলেও উল্লেখ করেন তিনি।
Comments