আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম নষ্ট হয়েছে: রাহুল গান্ধী
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম নষ্ট হয়েছে।
আজ বুধবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের উত্থাপিত সমস্যার সমাধান করা দরকার।
দিল্লির সীমান্তে চলমান কৃষক আন্দোলন নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ভারতের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সম্প্রীতি বিজেপি-আরএসএস নষ্ট করেছে।’
পপ আইকন রিয়ান্না এবং জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা কৃষক আন্দোলনে সমর্থন জানানোর পরে এমন মন্তব্য করলেন রাহুল।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘দিল্লি ঘিরে রেখেছে কৃষকরা। তারাই আমাদের জীবিকা নির্বাহ করেন। কেন দিল্লিকে দুর্গে রূপান্তরিত করা হচ্ছে? আমরা কেন তাদের হুমকি, মারধর এবং হত্যা করছি? কেন সরকার তাদের সঙ্গে কথা বলছে না এবং এই সমস্যার সমাধান করছে না? এই সমস্যা দেশের জন্য ভালো নয়।’
প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন আইন দুই বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব টেবিলে আছে। এর মানে কি? আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান প্রয়োজন। যেহেতু কৃষকরা চলে যাচ্ছে না তাই তাদের কথা সরকারকে শুনতে হবে।’
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ‘নেতৃত্বের অভাব’ আছে। ‘এখানে কোনো নেতৃত্ব নেই’। শুধু কথা আছে। আপনি নিজের কাজ করেন। কাজ করতেই আপনি নির্বাচিত হয়েছেন। আপনার কাজ কৃষককে রক্ষা করা। তাদের হাত ধরুন এবং সাহায্য করুন।’
আরও পড়ুন:
Comments