নিজের গল্পে আফরান নিশো

দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো একটি নাটকের জন্য গল্প লিখেছেন। নাটকটির নাম ‘কাজলরেখা’। নাটকটির গল্প লেখার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি।
নাটকটিতে নিশোর সহশিল্পী হিসেবে আছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ।
নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান এবং এর চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার।
ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে এটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেছে, ‘কাজল রেখা’ নাটকে রয়েছে একটি মফস্বল শহরের দুই ছেলে-মেয়ের সরল প্রেমের গল্প।
Comments