পিএসজি ও দি মারিয়ার উপর খেপেছেন বার্সা কোচ

ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুটা ভালো না গেলেও ধীরে ধীরে ছন্দে ফিরে এসেছে বার্সেলোনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি। এ সময়ে দলের সম্প্রীতি নিয়ে বিতর্কিত কোনো কিছু শুনতে স্বাভাবিকভাবেই ভালো লাগবে না কোনো কোচের। রোনাল্ড কোমানেরও লাগেনি। মেসিকে নিয়ে কথা বলায় তাই পিএসজির আনহেল দি মারিয়ার উপর বেজায় খেপেছেন এ ডাচ কোচ।

কোপা দেল রের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে আগের দিনও বার্সেলোনাকে নাটকীয় এক জয় এনে দিয়েছেন মেসি। তাতে সেমি-ফাইনালে নিশ্চিত করেছে দলটি। অথচ ৮৮  মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। এরপর মেসি-গ্রিজমানের দারুণ বোঝাপড়ায় উল্টো ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এমন ম্যাচ শেষেই দি মারিয়ার করা মন্তব্য শুনতে হয়েছে কোমানকে। মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনার নিয়ে ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর্জেন্টাইন বলেছিলেন, 'আমার মনে হচ্ছে। অনেক বড় সুযোগ রয়েছে। আমাদের শান্ত থাকতে হবে এবং জিনিসগুলো এগিয়ে যেতে দিতে হবে।'

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে দি মারিয়ার এমন মন্তব্যে তাকে হাত নিয়েছেন কোমান, 'এটা অসম্মানজনক। এ জাতীয় কথা বলা ভুল এবং এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিকে আরও উত্তেজিত করবে। এটা ঠিক না। আমাদের কোনও খেলোয়াড় সম্পর্কে কথা বলা বার্সেলোনার প্রতি সম্মানজনক বলে আমি মনে করি না।'

আগামী ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। হাইভোল্টেজ সে ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকে কথা বলা পছন্দ করছেন না কোমান। এর আগে নেইমারও প্রায় একই ধরণের মন্তব্য করেছিলেন। সবমিলিয়ে বেশ অসন্তুষ্ট বার্সা কোচ, 'তারা লিওকে নিয়ে অনেক কথা বলে। সে বার্সেলোনা খেলোয়াড় এবং তাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আমাদের মধ্যে একটা বন্ধন রয়েছে।'

কোমান যাই বলেন, আগামী মৌসুমে মেসির দল বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৌসুম শেষেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মেসির। নতুন কোনো চুক্তির ইঙ্গিতও নেই। আর গত মৌসুমে তার দল বদল নিয়ে নাটকও কম হয়নি। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ না থাকলে হয়তো এ মৌসুমেই নতুন দলে দেখা যেতে পারতো মেসিকে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago