১১ দৃশ্যে আপত্তি সেন্সর বোর্ডের, পরিচালক জানালেন ‘তাহলে গল্পই থাকে না’

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমার ১১টি দৃশ্যে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে আবার জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে।
নবাব এলএলবি সিনেমার দৃশ্যে শাকব খান ও মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমার ১১টি দৃশ্যে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে আবার জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে।

গত বছর বিজয় দিবসে ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি পেয়েছিল  ‘নবাব এলএলবি’ সিনেমাটি।

সেন্সর বোর্ডের চিঠিতে ওই ১১টি আপত্তিকর দৃশ্য বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করে সেন্সরে জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজককে জানানো হয়েছে। তা-নাহলে কোনভাবেই এই সিনেমা সেন্সর ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না বলেও জানানো হয়েছে।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘সিনেমার ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ এমন সংলাপে কেন আপত্তি তোলা হয়েছে বুঝতে পারছি না। এগুলো মেনে নেওয়ার মতো না। সিনেমার একটি গানের কথাও ঠিক করতে বলা হয়েছে। এইগুলো ঠিক করলে কিছুই থাকে না ছবির। কী আর করা, সেন্সর বোর্ড যে  ১১ জায়গায় আপত্তি করেছে সেগুলো বাদ দিয়ে  আবার ‘নবাব এলএলবি’ জমা দেব।’

এর আগে, ‘নবাব এলএলবি’ সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা জামিনে আছেন।

এই সিনেমায় অভিনয় করেছেন- শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago