সেমি-ফাইনালে সেভিয়াকে পেল বার্সেলোনা

ছবি: রয়টার্স

স্প্যানিশ কোপা দেল রের সেমি-ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। ফাইনালে ওঠার জন্য দুই লেগের লড়াইয়ে শক্তিশালী সেভিয়ার মোকাবেলা করবে কাতালানরা। শুক্রবার লাস রোজাসে ড্র অনুষ্ঠিত হলে নিশ্চিত হয় ২০২০-২১ সালের কোপা দেল রের সেমি-ফাইনালের লাইন আপ।

প্রথম লেগে সেভিয়ার মাঠে খেলবে বার্সেলোনা। আগামী ৯, ১০ অথবা ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম লেগ। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে (২, ৩ অথবা ৪ মার্চ)। ১৭ এপ্রিল হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।

অন্য সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওর প্রতিপক্ষ লেভান্তে।

এর আগে এক লেগের লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে নাটকীয় এক ম্যাচে জয় পেয়েছিল লিওনেল মেসির দল। ৮৮ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নেয় তারা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গ্রানাদাকে ৫-৩ গোলে হারায় দলটি। অন্যদিকে দ্বিতীয় সারির দল আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে নাম লিখিয়েছিলে সেভিয়া।

এর আগে গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছিল বার্সেলোনা। সেভিয়ার মাঠে লা লিগার দ্বিতীয় লেগের ম্যাচে আগামী ২৮ ফেব্রুয়ারি মাঠে নামবে দলটি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

37m ago