২৭ ঘণ্টা পর সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে চলেছে তেল লুট। ছবি: শেখ নাসির

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী একটি ট্রেন গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লাইনচ্যুত হওয়ার ২৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ।

আজ শনিবার ভোররাত ৩টা থেকে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান।

তিনি বলেন, ‘গতরাতের উপবন আজ ভোররাত ৩টায় সিলেট স্টেশন ছেড়ে যায়। সকালে কালনী এক্সপ্রেসও যথাসময়ে ছেড়ে গেছে।’

ফেঞ্চুগঞ্জের গুঁতিগাও এলাকায় ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয় এবং ২০০ মিটার রেললাইনে ব্যপক ক্ষতি হয়। এ সময় ট্রেনটি থেকে তেল উপচে পড়ে চারদিকে ছড়াতে থাকলে স্থানীয়রা তা সংগ্রহ করতে শুরু করেন।

এ ঘটনায় রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

উদ্ধার কাজে সারা দিন লেগে যেতে পারে, তদন্ত কমিটি গঠন

ট্রেন লাইনচ্যুত, তেল লুটের মহোৎসব

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

14h ago