নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, বাবা-মেয়ে নিহত
সপরিবারে রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু, হঠাৎ সিমেন্ট বোঝাই একটি ট্রাক তার টিনশেড ঘরে ঢুকে পড়ে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই শাহ বাবু ও তার কন্যা বৃষ্টি খাতুনের (১২) মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী লাকী খাতুন (৩২) ও ছেলে সাগর (১০)।
সপরিবারে রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু, হঠাৎ সিমেন্ট বোঝাই একটি ট্রাক তার টিনশেড ঘরে ঢুকে পড়ে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই শাহ বাবু ও তার কন্যা বৃষ্টি খাতুনের (১২) মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী লাকী খাতুন (৩২) ও ছেলে সাগর (১০)।
আজ শনিবার সকালে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শাহ বাবু সপরিবারে পাবনার সাথিয়া উপজেলার ভিটেপাড়ায় রাস্তার পাশে টিনশেড বাড়িতে বসবাস করতেন। নগরবাড়ী থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৫৩২) গতকাল রাতে সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ভিটাপাড়ায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে শাহ বাবুর টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।’
‘সে সময় তারা রাতের খাবার খাচ্ছিলেন। ট্রাকচাপায় শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টির ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাবুর স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন’— বলেন আসাদুজ্জামান।
Comments