মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরীর নামে সড়ক

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী বাবুলের নামে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ী-দেড়গ্রাম সড়কের নামকরণ করা হয়েছে।
ছবি: স্টার

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী বাবুলের নামে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ী-দেড়গ্রাম সড়কের নামকরণ করা হয়েছে।

আজ শনিবার শিবাবাড়ী এলাকায় নির্মিত ফলক উন্মোচনের মাধ্যমে ‘বাবুল চৌধুরী’ সড়কের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এ সময় মানিকগঞ্জ পৌরসভার বিদায়ী মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের নামে আরও কিছু সড়কের নামকরণের ইচ্ছা ছিল। কিন্তু, করোনা এবং বন্যার কারণে কিছু কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ছাড়া, নির্বাচনও নির্দিষ্ট সময়ের আগেই অনুষ্ঠিত হয়েছে। একারণে পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ করে যেতে পারলাম না।’

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলী।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago