খেলা

কম টেস্ট খেলার আক্ষেপ বাংলাদেশের কোচের

টেস্টে ধারাবাহিক ভাল খেলার বড় শর্ত হচ্ছে নিয়মিত খেলা। কিন্তু বাংলাদেশ তো নিয়মিত খেলাই পায় না।
ছবি: ফিরোজ আহমেদ

টেস্টে ধারাবাহিক ভাল খেলার বড় শর্ত হচ্ছে নিয়মিত খেলা। কিন্তু বাংলাদেশ তো নিয়মিত খেলাই পায় না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড যেমন এরমধ্যেই খেলে ফেলেছে ১৭ টেস্ট, বাংলাদেশ সেখানে খেলেছে কেবল তিনটি। এই বৈষম্য আক্ষেপ ঝরল বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে।

চট্টগ্রাম টেস্ট উইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ টেস্ট খেলছে বাংলাদেশ। এই সিরিজে আছে আরেক টেস্ট। করোনাভাইরাসের কারণে বদলে যাওয়া সূচির ফেরে এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আর কোন খেলা নেই। অর্থাৎ এই আসরে বাংলাদেশ খেলবে কেবল পাঁচ ম্যাচ।

অপরদিকে ইংল্যান্ড ভারতের বিপক্ষে নেমেছে নিজেদের ১৮তম ম্যাচে। এই সিরিজে আছে আরও তিন টেস্ট। অস্ট্রেলিয়া খেলেছে ১৪ টেস্ট, ভারত ১৩টি। এমনকি পাকিস্তান ১১, দক্ষিণ আফ্রিকা ১০, শ্রীলঙ্কা ৮ ম্যাচ খেলে ফেলেছে।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে দল বেশ ভালো অবস্থানে। মিরাকল কিছু না হলে উইন্ডিজকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবে মুমিনুল হকের দল। এর আগে ৭ ম্যাচ খেলা উইন্ডিজকে পয়েন্ট টেবিলেও ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ।

এমন দিনে গণমাধ্যমে কথা বলতে এসে ডমিঙ্গোর হাহাকার ঝরল কম টেস্ট খেলা নিয়ে। দলের ধারাবাহিক পারফরম্যান্স আর উন্নতির জন্য বেশি টেস্ট খেলার বিকল্প দেখছেন না তিনি,  ‘আমরা সত্যিই টেস্টে ফোকাস করতে চাই, উন্নতি করতে চাই। আমরা জানি দেশের বাইরে আমাদের পারফরম্যান্স ভাল না। বলতেই হচ্ছে, এই দলের আরও টেস্ট খেলা দরকার। আমি দেখছি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন কোন দল ১৬-১৭টা ম্যাচ খেলে ফেলেছে। আমরা খেললাম কেবল তিনটা।’

‘কাজেই ছন্দ আনার জন্য এটা খুব কঠিন। বছরে তিন-চারটা টেস্ট খেলে ধারাবাহিকতা, ধরণ ঠিক করা যায় না। এটা দুই ধারওয়ালা তলোয়ারের মতো। আপনি যত খেলবেন তত ভাল হবে। আশা করি আমাদের পারফরম্যান্স উন্নতি হবে।’

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

39m ago