চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। নগরীর কাস্টমস মোড়ে গতকাল শুক্রবার পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আজ তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. মনির ও জামাল। অন্য একজনের নাম জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপপুলিশ কমিশনার মিলন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল ৯৯৯ এ কল করে অভিযোগ জানানোর পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, পোশাক শ্রমিক ও তার স্বামীর পথরোধ করে মেরে ফেলার ভয় দেখিয়ে রাস্তার পাশের একটি ঘরে ধর্ষণ করা হয় ওই নারীকে।
বন্দর থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Comments