ভ্যাকসিন নিলেন ৬ মন্ত্রীসহ ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা ভ্যাকসিন নিয়েছেন।
করোনার ভ্যাকসিন নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মওদুদ আহম্মেদ সুজন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা ভ্যাকসিন নিয়েছেন।

আজ রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাকেন্দ্রে ভ্যাকসিন নেন তারা।

এই কেন্দ্রে ছয় মন্ত্রী ছাড়াও ভ্যাকসিন নিয়েছেন জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এমএ আজিজ।

রাজধানীর এই কেন্দ্রটিতে ১৬২ জনকে ভ্যাকসিন দেওয়ার জন্যে পাঁচটি টিম কাজ করছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

6h ago