খুলনায় বিজেএমসি’র আঞ্চলিক কার্যালয় ঘেরাও

সকল বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু এবং বদলি ও অস্থায়ী শ্রমিক কর্মচারীদের সব পাওনা অনতিবিলম্বে পরিশোধের দাবিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক অফিস ঘেরাও করেছে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ।
Khulna_BJMC_7Jan21.jpg
আজ রোববার সকালে বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালুর দাবিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক অফিস ঘেরাও করে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। ছবি: স্টার

সকল বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু এবং বদলি ও অস্থায়ী শ্রমিক কর্মচারীদের সব পাওনা অনতিবিলম্বে পরিশোধের দাবিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক অফিস ঘেরাও করেছে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় খুলনার খালিশপুরে বিজেএমসি’র আঞ্চলিক কার্যালয়ের সামনে কয়েক শ শ্রমিক ও ঐক্য পরিষদের নেতাকর্মীরা অবস্থান নেন।

সংগঠনটি সমন্বয়ক রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা চাই অনতিবিলম্বে সরকার রাষ্ট্রীয় উদ্যোগে এই মিলগুলো চালু করুক। এই করোনাকালে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে ৫০ হাজার শ্রমিককে কর্মহীন করা এবং লক্ষাধিক মানুষকে নতুন করে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। পাটশিল্পে সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও পাটচাষিসহ প্রায় তিন কোটি মানুষ নতুন করে ক্রমান্বয়ে দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে যখন পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন পাটকল তৈরি হচ্ছে, সেখানে আমাদের দেশে রাষ্ট্রয়ত্ত ২৬টি পাটকল একসঙ্গে বন্ধ করে দেওয়া হলো। অথচ সঠিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে এই পাটকলগুলো লাভজনক করা যেত। কিন্তু তা না করে মিলগুলো বন্ধ করা হচ্ছে।’

এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন ও আলমগীর হোসেন, শ্রমিকনেতা মোশারফ হোসেন, সুজয় শুভসহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, যতদিন পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থ না পাচ্ছেন, ততদিন কর্মসূচি চলবে।

Comments

The Daily Star  | English
Gold price in Bangladesh

Gold to hit close to Tk 130,000 per bhori for first time

The price of gold will increase by 2.8 percent from the previous rate of Tk 126,321 a bhori, which has been effective since September 2.

31m ago