জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অপরাধে হারুন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, টাকা নিয়ে বিবাদের জের ধরে ২০১২ সালের ১১ জুলাই সকালে মহমুদা বেগমকে হত্যা করা হয়। হত্যা ও মরদেহ গুম করার অপরাধে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামির দুই বোন ও বাবাকে আদালত মুক্তি দিয়েছেন।
হারুনের বাড়ি উপজেলার করগ্রামের পশ্চিমপাড়ায়। তার বাবার নাম ওয়াদুদ মন্ডল। মামলা এজাহারে উল্লেখ করা হয়, টাকা নিয়ে বিবাদের জের ধরে ২০১২ সালের ১১ জুলাই সকালে হারুন, তার দুই বোন রিজু বেগম ও রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মন্ডল মাহমুদা বেগমকে মারধর করেন। তাকে বাঁশ ও লোহার রড দিয়ে পেটানো হয়। হারুন মাহমুদাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ গুম করার চেষ্টা করেন তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় মাহমুদার বাবা খলিলুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। হত্যাকণ্ডের পর থেকেই হারুন পলাতক।
Comments