ভালোবাসা দিবসের নাটকে কণ্ঠশিল্পী নোবেল

‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে এবার ভালোবাসা দিবসের নাটকে পারফর্ম করতে দেখা যাবে।
মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে এবার ভালোবাসা দিবসের নাটকে পারফর্ম করতে দেখা যাবে।

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘পারবোনা ভুলতে তোকে’ নাটকে  গানও গেয়েছেন তিনি। ওই গানটির শিরোনাম ‘অসহায়’।

এটি লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। ভালোবাসা দিবসে নাটকটি প্রকাশ হবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘একজন শিল্পী হিসেবেই নাটকে অংশগ্রহণ করেছি। এছাড়া চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে গানটি গাইবার। গানের কথা এবং সুর আমার দারুণ পছন্দ হয়েছে। আশা করছি এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।’

এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল।

নোবেল বলেন, ‘একজন শিল্পী হিসেবেই নাটকে অংশগ্রহণ করেছি। এছাড়া চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে গানটি গাইবার। গানের কথা এবং সুর আমার দারুণ পছন্দ হয়েছে। আশা করছি এ গানটিও শ্রোতারা পছন্দ করবে।’

Comments