মর্গে মরদেহ থেকে স্বর্ণালংকার চুরি, ডোমসহ গ্রেপ্তার ৩
সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ স্কুলশিক্ষক মায়ের নিহতের ঘটনায় যখন পুরো পরিবার শোকে স্তব্ধ তখন জানা যায় হাসপাতালের যে মর্গে মরদেহ নেওয়া হয়েছিল সেখানে মরদেহ থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের ডোম ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া গহনা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ডোম মো. রানা, তার সহযোগী শাহ আলম ও সুমন হোসেন। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকি দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়, পরে তাদের দেয়া তথ্যে পুলিশ চুরি যাওয়া কানের দুল, নাকফুল, গলার চেইন, আংটি, হাতের বালা উদ্ধার করে।
সিরাজগঞ্জে গত রবিবার বাসচাপায় নিহত হয় রিকশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফরাত সুলতানা রুনী (৪০), ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র মাশবুবুর রহমান (১২) ও মেয়ে নার্সারির ছাত্রী সোয়াইবা রহমান (৬)।
পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবার থেকে ময়নাতদন্ত না করার পরিপ্রেক্ষিতে আবেদন করলে সেটি মঞ্জুর হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা এসময় ইফরাতের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার পায়নি বলে সিরাজগঞ্জ সদর থানাকে জানান।
আরও পড়ুন-
Comments