প্রশান্ত মহাসাগরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে জাপানের সাবমেরিনের সংঘর্ষ

প্রশান্ত মহাসাগর উপকূলে হংকং নিবন্ধিত একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে জাপানের একটি সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ ঘটনায় মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবমেরিন সোরিয়ু'র তিন ক্রু সামান্য আহত হয়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের ছবিতে দেখা গেছে, সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
দক্ষিণ জাপানের শিকোকুর প্রধান দ্বীপে এই দুর্ঘটনাটি ঘটেছে। ২০০৯ সালে কমিশন করা সোরিয়ু সাবমেরিনটি প্রায় ৩ হাজার টন ওজন বহন করতে পারে। এর প্রায় ৬৫ জন ক্রু আছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাবমেরিনটির যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এটি এখনও চলতে পারছে।
অন্যদিকে হংকং-নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ বাল্ক ক্যারিয়ার ওশেন আর্তেমিসের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি জাপানি জাহাজ এহিমে মারুর সঙ্গে মার্কিন জাহাজ গ্রিনেভিলের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেসময় বেসামরিক যাত্রীসহ জাপানের জাহাজটি কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়।
সেসময় উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছিল।
Comments