গাজার সঙ্গে রাফা সীমান্ত খুলে দিয়েছে মিশর

গাজা উপত্যকার সঙ্গে রাফা সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলে দিয়েছে মিশর। আজ মঙ্গলবার মিশর ও ফিলিস্তিনের সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
ছবি: রয়টার্স

গাজা উপত্যকার সঙ্গে রাফা সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলে দিয়েছে মিশর। আজ মঙ্গলবার মিশর ও ফিলিস্তিনের সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

মিশরের রাজধানী কায়রোতে বৈঠকের পর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রধান ফিলিস্তিনি দলগুলো।

সোমবার মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গোষ্ঠি ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়।

এর আগে, আটকে পড়া যাত্রীদের প্রবেশের অনুমতি দিয়ে মাত্র কয়েকদিনের জন্য রাফা সীমান্ত খুলে দিয়েছিল মিশর।

মঙ্গলবার ভোরে সীমান্ত খুলে দেওয়ার পর, ফিলিস্তিনিদের নিয়ে একটি বাস মিশরে পৌঁছায় বলে মিশরের সূত্র জানায়।

তবে, রাফা চেকপয়েন্টের একটি সূত্র ও মিশরীয় নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, রাফা 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' খোলা থাকবে।

কায়রোতে ফিলিস্তিন দূতাবাস বলেছে, 'গাজা উপত্যকার সঙ্গে ফিলিস্তিনিদের যোগাযোগের সুবিধার্থে ফিলিস্তিনি ও মিশরীয় নেতৃত্বের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল হিসেবে মিশর এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

Comments