ইরানে রাশিয়ার ভ্যাকসিন দেওয়া শুরু
রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দিয়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে ইরান। আজ মঙ্গলবার স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়ার মাধ্যমে দেশটিতে সীমিত আকারে এ কার্যক্রম শুরু হয় বলে জানায় বার্তাসংস্থা এপি।
টিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকির ছেলে পার্সা নামাকি প্রথম টিকা নেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, দেশের ছয় শতাধিক মেডিকেল সেন্টারে টিকাদান চলবে।
তিনি আরও জানান, সামনের সপ্তাহগুলোতে প্রবীণ ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ইরান রুশ ভ্যাকসিনের প্রথম চালান পায়। ইরানি গণমাধ্যম জানায়, ফেব্রুয়ারি ও মার্চে মোট ২০ লাখ ডোজ রুশ ভ্যাকসিন পাবে ইরান।
এ ছাড়া, কোভ্যাক্সের আওতায় আরও প্রায় এক কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে ইরান।
Comments