ইন্টারকে বিদায় করে কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

শিরোপা নির্ধারণী ম্যাচে আতালান্তা অথবা নাপোলির মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল।
ronaldo final
ছবি: টুইটার

প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জেতায় অনেকখানি এগিয়েছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও কোনো অঘটনের সম্মুখীন হয়নি তারা। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে তুরিনের বুড়িরা পা রাখল কোপা ইতালিয়ার ফাইনালে।

মঙ্গলবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। প্রথম লেগে ইন্টারের মাঠ সান সিরোতে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা জিতেছিল ২-১ গোলে। ওই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো করেছিলেন জোড়া লক্ষ্যভেদ।

আক্রমণ-পাল্টা আক্রমণে পরিপূর্ণ ম্যাচে বল দখলে সামান্য প্রাধান্য ছিল সফরকারীদের। ইন্টার শট নেওয়া আর সুযোগ তৈরিতেও কিছুটা এগিয়েছিল। আবার তাদের গোলরক্ষক সামির হান্দানোভিচকেই করতে হয় চারটি সেভ। বিপরীতে, স্বাগতিক গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের নামের পাশে সেভ তিনটি।

শুরুতে জুভরা কিছুক্ষণ আধিপত্য দেখালেও ধীরে ধীরে ইন্টার নিজেদের গুছিয়ে নেয়। ২৫তম মিনিটে গোলও প্রায় পেয়েই যাচ্ছিল তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি-কিকে রোমেলু লুকাকুর ফ্লিক পোস্ট ঘেঁষে চলে যায়।

তিন মিনিট পর ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়েছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু তার এলোমেলো শট বাধা পায় জুভেন্টাসের রক্ষণে। ৩৩তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের দূরপাল্লার শট সহজেই লুফে নেন বুফন।

বিরতির আগে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ তারকা রোনালদো। ৪২তম মিনিটে তার প্রথম শট ব্লক করেন প্রতিপক্ষ ডিফেন্ডার। কিছুক্ষণ পরই কাছের পোস্টে তার আরেকটি কোণাকুণি শট অসাধারণভাবে পা দিয়ে ঠেকান হান্দানোভিচ।

বিরতির পর ষষ্ঠ মিনিটে ফের ভীতি ছড়ায় ইন্টার। তবে আশরাফ হাকিমি উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন। ছয় মিনিট পর নিজেদের ডি-বক্সে বলের নিয়ন্ত্রণ হারিয়েছিল জুভরা। কিন্তু বুফন সতর্ক থাকায় লাউতারো তা লুফে নিতে পারেননি।

৬৪তম মিনিটে রোনালদোর শট রুখে দিয়ে জাল অক্ষত রাখেন হান্দানোভিচ। ছয় মিনিট পর ফের হতাশ হতে হয় তাকে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে তার নেওয়া জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ইন্টারের গোলরক্ষক।

ম্যাচের শেষদিকে নিজেদের গুটিয়ে নিয়ে রক্ষণে জোর দেয় জুভেন্টাস। ৮১তম মিনিটে হাকিমির শট বাইরের দিকের জালে লাগে। চার মিনিট পর বদলি স্তেফানো সেনসির শটও ব্লকড হলে গোল পাওয়া হয়নি ইন্টারের।

কোপা ইতালিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচে আতালান্তা অথবা নাপোলির মুখোমুখি হবে জুভেন্টাস। আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে এই দুটি দল পরস্পরকে মোকাবিলা করবে বুধবার রাতে। নাপোলির মাঠে প্রথম লেগ ড্র হয়েছিল গোলশূন্যভাবে।

Comments