শাহ আলী থেকে ৩৪ কেজি ওজনের ‘কষ্টিপাথরের’ মূর্তিসহ আটক ২
রাজধানীর শাহ আলী এলাকা থেকে ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের তৈরি মূর্তিসহ দুই পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার সকালে সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গতকাল বিকেল ৪টা ১০ মিনিটে র্যাব-৪ এর একটি দল তাদের আটক করে।
তিনি আরও বলেন, ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি লক্ষ্মী নারায়ণের মূর্তি ছাড়াও তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মিজানুর রহমান (৪০) ও মো. শহিদুল ইসলাম (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মিজানুরের বাড়ি রাজবাড়ী এবং শহিদুলের বাড়ি পিরোজপুর জেলায়।
জিয়াউর রহমান বলেন, আটক চক্রের দুই সদস্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments