সেন্সর বোর্ডে নিষিদ্ধ ‘মেকআপ’
অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ এবার সেন্সর বোর্ডে নিষিদ্ধ হয়েছে।
গতকাল মঙ্গলবার চলচ্চিত্রটি নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু আজ বুধবার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘ছবিটির গল্পে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলা হয়েছে। খুব বাজেভাবে সিনেমার মানুষজনকে উপস্থাপন করা হয়েছে। সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ছবিটা নিষিদ্ধ করা হয়েছে। তবে, পরিচালক চাইলে তারা আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।’
অনন্য মামুন ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আমি এখনো ছবিটি নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাইনি। তবে এমন সিদ্ধান্তের কথা শুনেছি। ছবির গল্পে আমাদের সিনেমা অঙ্গনের গল্প তুলে ধরা হয়েছে। ছবির সংলাপে, গল্পে বাস্তব বিষয়গুলো তুলে ধরেছি। সেই কারণে যদি নিষিদ্ধ করে থাকে তাহলে সিনেমাহলে না চালিয়ে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেব।’
‘মেকআপ’ ছবির অভিনয়শিল্পীরা হলেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি।
ছবিটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন। একই প্রযোজনা সংস্থার ‘নবাব এল এল বি’ ছবির সংলাপে পুলিশকে ছোট করার অভিযোগে পরিচালক অনন্য মামুনকে কারাগারে যেতে হয়েছিল।
Comments