আগ্নেয়াস্ত্র বরাদ্দে এমপিদের অগ্রাধিকার দিতে সংসদীয় কমিটির সুপারিশ

সংসদ ভবন
ফাইল ফটো

আগ্নেয়াস্ত্র বরাদ্দে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্য ও কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

যেসব বাংলাদেশি দেশে ও দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী অসত্য তথ্য’ প্রচার করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্যও সুপারিশ করে কমিটি।

মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা যেন সহজে জামিন পায় সেজন্য প্রয়োজনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত দেয় কমিটি।

সভায় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

14h ago