ভ্যাকসিন নিতে অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা চালু ছিল, সেটা এখন থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: স্টার

ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা চালু ছিল, সেটা এখন থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু ভ্যাকসিন নেওয়ার জন্য বেশি লোকজন রেজিস্ট্রেশন করছে, তাই এখন আর অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধার প্রয়োজন নেই। তাই এই সুবিধা এখন থেকে বন্ধ থাকবে।’

ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

1h ago