মদিনায় কারখানায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবের মদিনায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ সাত জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তাদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। তারা হলেন—চট্টগ্রামেরর লোহাগড়ার সাম্বিরপাড়ার মিজানুর রহমান, লোহাগড়া দরবার শরীফের দক্ষিণ শুকচারির মো. আরাফাত হোসেন মানিক এবং কক্সবাজারের মহেশখালীর ঘাতিভাঙ্গার ইসহাক মিয়া, আব্দুল আজিজ ও মো. রফিক উদ্দিন।
অপর বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে বলে কনস্যুলেট জানায়। অগ্নিকান্ডে নিহতদের মরদেহ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেট তৎপর রয়েছে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের বরাত দিয়ে দূতাবাস জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে মদিনা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হেরাজ মার্কেটের কাছে একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
Comments