ফুলপুরে নির্বাচনী সভায় হামলার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলা এবং নির্বাচনী অফিস ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘গতকাল বুধবার রাতে পৌরসভার গোদারিয়া মাদরাসার সামনে বিএনপি প্রার্থীর নির্ধারিত পথসভার স্থলে নৌকা প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং মাইক ও চেয়ার ভাঙচুর করে পথসভা পণ্ড করে দেয়। পরে ফুলপুর গ্রীনরোড মোড়ে বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়সহ তিনটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ধানের শীষের পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। তারা বিএনপির সাবেক এমপি ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসভবনেও ভাঙচুর করে।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফুলপুর পৌর এলাকায় মহড়া দেয় ও মিছিল করে। আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদান করে আসছে। ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট থাকতে দিবে না, যারা এজেন্ট হবে তাদের হামলা-মামলার শিকার হতে হবে বলেও প্রকাশ্যে হুমকি দিচ্ছে।’

‘তারা হোন্ডা-গুণ্ডা আর মাস্তানদের মাধ্যমে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাঁধা দিয়ে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের বিজয়ী করতে চায়,’ বলে যোগ করেন এমরান সালেহ প্রিন্স।

বর্তমানে ফুলপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে তিনি বলেন, ‘ফুলপুরের সর্বত্র আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’

ফুলপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় ময়মনসিংহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

39m ago