অন্তত সাড়ে তিনশো নিরাপদ মনে করছে উইন্ডিজ

টস জিতে দুই ওপেনার এনেছিলেন দারুণ শুরু। কিন্তু বাজে শটে কয়েকজন ব্যাটসম্যান ফিরে যাওয়ায় সেই শুরু ঠিক কাজে লাগাতে পারেনি উইন্ডিজ। চাপের মধ্য থেকে দলকে টেনে অবশ্য খেলায় রেখেছেন চারে নামা এনক্রুমা বোনার। আগের ম্যাচে দলের জয়ে পার্শ্বনায়ক থাকা এই ব্যাটসম্যান মনে করছেন এই উইকেটে প্রথম ইনিংস অন্তত সাড়ে তিনশো করা উচিত তাদের।
মিরপুরে বৃহস্পতিবার প্রথম দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান তুলেছে উইন্ডিজ। সাড়ে তিনশো ছাড়াতে হলে এখনো করতে হবে ১২৭ রান।
সে পথে ক্যারিবিয়ানদের সবচেয়ে আশার জায়গা বোনার। ১৭৩ বল খেলে ৬ চারে ৭৪ রানে অপরাজিত তিনি। চারে নেমে এক পাশ ধরে রেখে দলকে খেলায় রাখা এই ব্যাটসম্যান চট্টগ্রামেও ছিলেন একই ভূমিকায়। ৩৯৫ রান তাড়ায় কাইল মেয়ার্স এক দিকে রান বাড়িয়েছেন, আর তিনি ধৈর্য দিয়ে করে দিয়েছেন সে পথ।
নিজের অভিষেক টেস্টে ৮৬ রানে ফিরে গেলেও আবার তিন অঙ্কের আভাস তার ব্যাটে। নিজের উপর চাপ জারি রেখেই সাফল্যের তরিকা ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের, ‘সব ইনিংসেই আমি আমার উপর চাপ রাখি। ধারাবাহিক থাকার চেষ্টা করি। উইকেট চট্টগ্রামের মতই। একটু বেশি বাউন্স আছে। একই পরিকল্পনা। যত বেশি সম্ভব বল খেলা যায়।’
থিতু হয়ে ৪৭ করে উইকেট ছুঁড়ে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ওয়ানডাউনে নেমে বাজে শটে থামেন শেন মোসলি। মেয়ার্সের উইকেট নিতেও খাটতে হয়নি বেশি। এসব উইকেট ছুঁড়ে না দিলে আর শক্ত অবস্থানে থাকত তারা। তবে বাকিদের নিয়ে সবটা পোষাতে চান বোনার। তার লক্ষ্য অন্তত সাড়ে তিনশো, ‘কিছু সহজ উইকেট ছিল, কিন্তু এসব খেলারই অংশ। আমি আর জশ আছি। বাকিরাও আসবে।’
‘গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সম্ভব ব্যাট করে যাওয়া। ৩৫০ রানের বেশি করতে পারলে সেটা হবে খুব ভালো স্কোর।’
Comments