নওগাঁয় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁয় হামিম হোসেন নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
Naogaon MAP_DS
স্টার অনলাইন গ্রাফিক্স

নওগাঁয় হামিম হোসেন নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন জানান, নওগাঁ শহরের রুবির মোড় এলাকায় হামিম হোসেন নামের কলেজ ছাত্রকে মারপিট, ইট দিয়ে মাথায় আঘাত ও নির্যাতন করে গুরুতর আহত করে আসিফ হোসেন সজলের নেতৃত্বে সুরুজ, প্রান্তসহ সাত থেকে আট জন। পরে তারাই হামিমকে নওগাঁ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে হামিমের পরিবার গুরুতর অবস্থায় হামিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর বেসরকারি রয়্যাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

নিহত হামিম হোসেন (১৯) রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ সদরের মুরাদপুর গ্রামের শাহাদাত হোসেনের একমাত্র ছেলে।

আজ নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর বিকেলেই মামলার প্রধান আসামি আসিফ হোসেন সজলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রেমঘটিত বিরোধ থেকে হামিমকে পেটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

ওসি বলেন, ‘আসিফসহ তিন জনের নামে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন হামিমের বাবা শাহাদাত হোসেন। আসিফকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

হামিমের হত্যাকারীদের কঠোর বিচার দাবি করে নিহতের বাবা শাহাদাত হোসেন বলেন, ‘বখাটে সজলের পরিবার নওগাঁ শহরের খুবই প্রভাবশালী। মামলা করে আমরেই এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। ন্যায় বিচার পাবো কিনা সেটা নিয়েও চিন্তায় আছি।’

পরিবার সূত্রে জানা যায়, হামিম হোসেন গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে নওগাঁয় এসেছিলেন চাচাত ভাইয়ের বিয়েতে যোগ দিতে।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

44m ago