মৌলভীবাজারের রাজনগরে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২
মৌলভীবাজারের রাজনগরে মিছিল চলাকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারে রাজনগর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
রাজনগর থানার ওসি আবুল হাসেম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাজনগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।’
পুলিশ জানায়, আজ বিকেলে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল চলাকালে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোঁড়ে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়া হয়।
উপজেলা চেয়ারম্যান শাহাজান খান বলেন, ‘মিছিলের সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতির সমর্থকরা ইট-পাটকেল ছোঁড়ে। এসময় আমার কিছু নেতা-কর্মী আহত হয়েছেন।’
তবে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এই প্রতিবেদকের ফোন ধরেননি। তাই বিষয়টি নিয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
Comments