খুলনা

বাসের ভেতর সোহাগ পরিবহনের হেলপারকে হত্যা

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।

 সাব্বিরের বাড়ি বাগেরহাটের কচুয়ায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতরাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যায়। এসময় হেলপার সাব্বির বাসে থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

আজ ভোররাতে দুবৃর্ত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে বলে পুলিশ ধারণা করছে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়।

সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে উল্লেখ করে ওসি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহাগ পরিবহনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে এনে রাখা হয়। আজ সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 1:00pm

13m ago