আশা চেয়ারম্যানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

ASA_Chair_Shafiqul_12Feb21.jpg
আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আশা সংস্থার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার এক শোক বাণীতে তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের কর্মসংস্থানে ও সমাজ সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যোজ্জ্বল ও মহৎ মনের অধিকারী।’

 

শোক শোক বাণীতে ডা. জাফরুল্লাহ চৌধুরী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আশার পক্ষ থেকে জানানো হয়, আজ ভোররাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সফিকুল হক চৌধুরীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। এদিন দুপুরে (বাদ জুমা) রাজধানীর শ্যামলী শিশুপল্লী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৯ সালে হবিগঞ্জে সফিকুল হক চৌধুরীর জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি তিনি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্ট প্রতিষ্ঠা করেন। সফিকুল হক চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা ছিলেন।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago