ইইউ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত রাশিয়া: সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের যদি রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে মস্কো সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত।
আজ শুক্রবার রাশিয়ার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনিকে গ্রেপ্তার এবং কারাদণ্ডের ঘটনায় রাশিয়া এবং পশ্চিমের সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে। এ কারণে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় এসেছে।
তিন ইউরোপীয় কূটনীতিবিদ বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত চলতি মাসের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সম্পদ স্থগিত রাখতে পারে। ফ্রান্স এবং জার্মানি ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।
গত সপ্তাহে মস্কো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানকে না জানিয়ে জার্মান, পোলিশ এবং সুইডিশ কূটনীতিকদের বহিষ্কারের পর থেকে নিষেধাজ্ঞার চাপ বেড়েছে। এসময়ে ইইউ-এর পররাষ্ট্র নীতি প্রধান মস্কো ভ্রমণে ছিলেন।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় মস্কো এখন ইইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে এগিয়ে যাবে কিনা।
ল্যাভরভ বলেন, ‘আমরা এই বাস্তবতা নিয়ে এগিয়ে যাচ্ছি, তাই আমরা প্রস্তুত (এর জন্য)। যদি আমরা দেখি, আবার কিছু খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা আমাদের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করে এবং এর মধ্যে আমাদের সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রও আছে।’
তিনি বলেন, ‘আমরা বিশ্ব থেকে নিজেদের আলাদা করতে চাই না। কিন্তু, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনি যদি শান্তি চান তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’
Comments