মুশফিক-মিঠুনের দিকে তাকিয়ে বাংলাদেশ
৭১ রানেই টপ অর্ডারের চার উইকেট নেই। যেতে হবে বহুদূর। ফলোঅন এড়ানোই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ না করতে পারলেও ২০ ওভার ব্যাট করেছেন এ দুই ব্যাটসম্যান। তাতে উইকেটের মেজাজটা বুঝতে পেরেছেন তারা। মিরপুর টেস্টে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে তাই দুই ব্যাটসম্যানের কাছে বড় জুটি প্রত্যাশা করছেন দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান।
ফলোঅন এড়াতে এখনও ১০৫ রান করতে হবে বাংলাদেশ। এরপর প্রতিপক্ষের রানের পাহাড় টপকে লিড নেওয়ার চিন্তা। কাজটা খুব কঠিন। কিন্তু অসম্ভব তো নয়। আর এই দুরূহ কাজের জন্য মুশফিক-মিঠুন জুটির দিকে তাকিয়ে আছেন তামিম, '(মুশফিক-মিঠুনের) এ জুটির ওপরেই অনেক কিছু নির্ভর করবে যে, কেমন হবে ম্যাচটা। তাই এটাই আশা করতে পারি যে তাদের একটা ভালো জুটি হবে।'
উইকেটে কোনো জুজু নেই। এখন পর্যন্ত সাবলীলভাবেই ব্যাট করেছেন ব্যাটসম্যানরা। বাংলাদেশ যে চার উইকেট হারিয়েছে তার সব হচ্ছে প্রতিপক্ষকে দেওয়া উপহার। তামিমও মানছেন এটা, ''উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও অনেক ভাল ছিল। তেমন কিছু হচ্ছিল না উইকেটে। আমার কাছে মনে হয়, যে চারটা উইকেট পড়েছে, কোনোটা যে খুব ভালো বলে বা উইকেটের কারণে পড়েছে, তা নয়। আপনি যদি দেখেন, চারটাই ব্যাটসম্যানদের ভুল ছিল দেখে পড়েছে। আজকে যদি আমাদের ২টা উইকেট কম পড়ত এবং এ রানটা থাকত, তাহলে আমাদের অবস্থান আরও ভালো হতো।'
মোদ্দাকথা নিজেদের ভুলেই ব্যাকফুটে বাংলাদেশ। তবে মুশফিক-মিঠুনের জুটিতে বড় জুটি হলে ফের ম্যাচে ফিরতে পারার আশা করছেন তামিম, 'যেহেতু ৪টা উইকেট পড়ে গেছে, তাই বলতেই হবে ওরা এগিয়ে আছে। তবে আমরা যদি কালকে বড় জুটি করতে পারি, ১০০-১৫০ রানের জুটি গড়তে পারি, তাহলে আবার ম্যাচে ফিরতে পারব।'
শুধু মুশফিক-মিঠুন নয়, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরাও দারুণ কিছু করবেন এমন প্রত্যাশা করছেন এ অভিজ্ঞ ক্রিকেটার, '(লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ওপর) বিশ্বাস তো করতেই হবে। এমন না যে ওরা আগে কখনও করেনি। লিটনের সামর্থ্য আছে। মিরাজ প্রথম ম্যাচে দারুণ ছিল। যেটা বললাম আমি, আমাদের নিজেদেরই দোষ এই অবস্থার জন্য। ভুলগুলো না করলে আমরা আরও ভালো অবস্থায় থাকতাম।'
এদিন নিজেদের প্রথম ইনিংসে করেছে ৪০৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ আগের দিনের ৫ উইকেটে ২২৩ রানে ব্যাট করতে নেমে দিনের প্রথম ঘণ্টাতেই সেট ব্যাটসম্যান এনক্রুমাহ বনারকে হারায় তারা। এরপর আনকোরা ব্যাটসম্যান আলজেরি জোসেফও ভোগালেন টাইগারদের। খেলেছেন স্বীকৃত ব্যাটসম্যানদের মতোই। কিন্তু উল্টো পথেই হেঁটেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে তৃতীয় দিনে বাকী ব্যাটসম্যানরা ভালো কিছু করবেন এমন আশাতেই রয়েছে টাইগাররা।
Comments