পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ
পরীমনি অভিনীত ও তৌকীর আহমেদ পরিচালিত নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।
সিনেমাটির গল্প রচিত হয়েছে একটি ব্যান্ড দলকে ঘিরে। প্রথম পোস্টারেও তেমনটাই দেখা গেছে। এর আগে, সিনেমাটির ৫০ সেকেন্ডের একটি ফার্স্টলুক টিজার প্রকাশিত হয়েছিল। সেখানে স্টেজ কনসার্টের আবহচিত্র তুলে ধরা হয়েছিল। টিজারে দর্শক সারিতে গানের তালে হাত নাড়াতে দেখা গিয়েছিল পরীমনিকে।
ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে এই সিনেমার ‘তোমার নামে’ শিরোনামে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসিব, সুকণ্যা, বাসমা কাজী, ইমন এবং পিন্টু ঘোষ। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। আগামী আগামী ১৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা আছে।
পরীমনি ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এছাড়াও, এতে আরও অভিনয় করেছেন- আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু।
Comments