শীর্ষ খবর

যশোরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীর মামলা

যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে গত রাতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ধর্ষণ
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে গত রাতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মামলার অভযোগে বলা হয়, খুলনার ফুলতলা উপজেলার মানিক কুন্ডু তার তিন সহযোগীকে নিয়ে গত রাতে একটি মাঠে ওই নারীকে ধর্ষণ করেন। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন সেই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে ভর্তি রেখে ওই নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোরের কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Comments