কালিহাতীতে আ. লীগ-বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নুরুন্নবী সরকার ও বিরোধী বিএনপির মেয়র প্রার্থী আলী আকবর জব্বারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত দুই জন আহত হয়েছে।
স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ রোববার দুপুর ১টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ কর্মী জামাল হোসেন ও যুবদল কর্মী ইদ্রিসকে আলীকে চিকিৎসার জন্য কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
‘বর্তমানে ওই কেন্দ্রে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোট গ্রহণ চলছে’ বলেও জানিয়েছেন তিনি।
জেলার গোপালপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
Comments