রামগতি পৌর নির্বাচন: বিএনপি-জাপা-স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, গোপন কক্ষে নৌকার লোকজনের অবস্থান এবং ইভিএমে বোতাম টিপে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাহেদ আলী পটু, জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ।
আজ রোববার দুপুরে তারা গণমাধ্যমকে ভোট বর্জনের কথা জানান। সাহেদ আলী পটু অভিযোগ করেন, তার নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এজেন্টরা কেন্দ্রের ভেতরে অবস্থান নিয়েছে, তারাই ভোটারদের দিয়ে দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রামগতি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কোনো প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি। তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সে কথা লোক মুখে শুনেছি কিন্তু লিখিত আবেদন পাইনি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘোষণা অনেকেই দেয়। নির্বাচনে বিজয়ী হলে তখন তারা ভোট বর্জনের কথা স্বীকার করবেন না।’
Comments