পিরোজপুরে পুলিশের উদ্যোগে ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু
পিরোজপুরে পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের জন্য করোনা ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করা হয়েছে।
আজ রোববার সকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান পিরোজপুর শহরের সদর উপজেলা পরিষদের সামনে করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথের উদ্বোধন করেন।
এ বুথের মাধ্যমে ৪০ বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।
সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণে কোনো ধরণের সমস্যায় না পড়েন এজন্য পিরোজপুর জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
তিনি জানান, যতদিন পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম চলবে ততদিন পুলিশের এ নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে।
Comments