পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ২৯ নেতা-কর্মী ২ দিনের রিমান্ডে
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় দলটির ২৯ নেতা–কর্মীকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন বলে জানিয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্র।
আজ শাহবাগ থানা-পুলিশ ১৬ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে আর রমনা থানা-পুলিশ ১৩ জনকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডের আবেদন করে। পরে আদালত আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুসারে, এই দুই মামলায় বিএনপির মোট ৭৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
এ ঘটনায় নিজেদের ১০ জন সদস্য আহত হওয়ার দাবি করে পুলিশ। বিএনপি জানায়, পুলিশের লাঠিচার্জে তাদের ১১৯ নেতা-কর্মী আহত হয়েছেন।
Comments