পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ২৯ নেতা-কর্মী ২ দিনের রিমান্ডে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় দলটির ২৯ নেতা–কর্মীকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
cmm court.jpg
স্টার ফাইল ছবি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় দলটির ২৯ নেতা–কর্মীকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন বলে জানিয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্র।

আজ শাহবাগ থানা-পুলিশ ১৬ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে আর রমনা থানা-পুলিশ ১৩ জনকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডের আবেদন করে। পরে আদালত আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুসারে, এই দুই মামলায় বিএনপির মোট ৭৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

এ ঘটনায় নিজেদের ১০ জন সদস্য আহত হওয়ার দাবি করে পুলিশ। বিএনপি জানায়, পুলিশের লাঠিচার্জে তাদের ১১৯ নেতা-কর্মী আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

4h ago