আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু প্রায় ২৪ লাখ, আক্রান্ত ১০ কোটি সাড়ে ৮৭ লাখের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২৪ লাখ মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ কোটি সাড়ে ৮৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ১০ লাখের বেশি মানুষ।
মাদ্রিদে করোনা পরীক্ষার জন্য সুরক্ষা পোশাক পরে নমুনা সংগ্রহ করছেন এক স্বাস্থ্যকর্মী। ১ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২৪ লাখ মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ কোটি সাড়ে ৮৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ১০ লাখের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল পৌনে ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ২৩ লাখ ৯৯ হাজার ৩৯৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ১০ লাখ ৪৪ হাজার ৮৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন চার লাখ ৮৫ হাজার ৩৩২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন, মারা গেছেন দুই লাখ ৩৯ হাজার ২৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৬৫ হাজার ৪৮ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি নয় লাখ ১৬ হাজার ৫৮৯ জন, মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৭৩২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ছয় লাখ ২১ হাজার ২২০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ২০৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৭৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ১৭৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন এক লাখ ৫৯৯ জন, মারা গেছেন চার হাজার ৮২৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৭২৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৪০ হাজার ৫৯২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ২৭৪ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮৭ হাজার ২২৯ জন।

Comments

The Daily Star  | English
BNP office in Nayapaltan

Column by Mahfuz Anam: Has BNP served its supporters well?

The BNP failed to reap anything effective from the huge public support that it was able to garner late last year.

12h ago