পটিয়ায় নির্বাচনী সংঘর্ষে নিহতের ঘটনায় সদ্য নির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সদ্য নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল মোসলে উদ্দীন রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানোর পরে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেক রহমান।
তিনি জানান, পটিয়ার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কাউন্সিলর প্রার্থী রাজীব ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বর্তমান কাউন্সিলর আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ (৪৫) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মান্নান বাদী হয়ে সদ্য নির্বাচিত কাউন্সিলর রাজীবসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আজ রাজীবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Comments