ভ্যাকসিন কেলেঙ্কারিতে পেরুর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
ভ্যাকসিন কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাস্টেটে।
আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন ও দেশটিতে টিকাদান কর্মসূচি শুরুর আগেই সরকারি কর্মকর্তাদের ভ্যাকসিন নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে পেরুর সরকার।
গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাস্টেটে নীতিমালার বাইরে গিয়ে চীনের সিনোফার্মের করোনার ভ্যাকসিনের ডোজ নেওয়ার কথা স্বীকার করেছেন। এক টুইটে নিজের ভুল স্বীকার করে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি।
গত শনিবার দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি জানান, ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী পিলার মজেটিও তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পেরু সরকার জানুয়ারির শুরুর দিকে সিনোফর্মের সঙ্গে এই ভ্যাকসিনের তিন কোটি ৮০ লাখ ডোজ কেনার জন্য একটি চুক্তি করে।
এক সপ্তাহ আগে প্রথম ব্যাচের তিন লাখ ভ্যাকসিনের চালান দেশটিতে পৌঁছায়।
গত মঙ্গলবার থেকে দেশটিতে সম্মুখসারীর কর্মীদের ডোজ প্রয়োগের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তিও জনগণকে অনুপ্রাণিত করতে ভ্যাকসিন নিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, পেরুতে করোনায় ৪৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Comments