চ্যাম্পিয়ন্স লিগ জয় পিএসজির সুস্পষ্ট লক্ষ্য: পচেত্তিনো

পিএসজির কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হচ্ছে বার্সেলোনার বিপক্ষে।
pochettino
ছবি: টুইটার

পিএসজির কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হচ্ছে বার্সেলোনার বিপক্ষে। দুই পরাশক্তির লড়াইয়ের আগে এই আর্জেন্টাইন কোনো সংকোচ না রেখেই বলেছেন, ইউরোপের সেরা ক্লাব আসরের শিরোপা জেতার লক্ষ্য রয়েছে তাদের।

ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মালিকানায় রয়েছে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামক প্রতিষ্ঠান। গত এক দশক ধরে ক্লাবটির পেছনে তারা অঢেল অর্থ ব্যয় করেছে, সময়ের সেরা তারকাদের দলে টেনেছে কেবল একটিই উদ্দেশ্যে- চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ঘরে তোলার। সেটা অজানা নয় পচেত্তিনোর।

গতবার সাবেক টমাস টুখেলের অধীনে লক্ষ্য পূরণের খুব কাছে পৌঁছে গিয়েছিল প্যারিসিয়ানরা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

চলতি মৌসুমে পিএসজির আশার পালে ফের হাওয়া লেগেছে। গ্রুপ পর্বে আরবি লাইপজিগ ও ম্যানচেস্টার ইউনাইটেড টপকে তারা দখল করে শীর্ষস্থান। তবে নকআউটের শুরুতেই তাদের সামনে বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিওনেল মেসি-আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনার আতিথ্য নেবে পিএসজি। কাতালানদের মুখোমুখি হওয়ার অনুভূতি জানাতে গিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমি খুব শান্ত আছি।’

‘আমরা উচ্ছ্বসিতও। কারণ, ক্লাবটিকে ঘিরে রয়েছে আবেগ এবং এটা একটা স্পেশাল ম্যাচ।’

আগেরবার ফাইনাল খেলার স্মৃতি আঁকড়ে পড়ে না থেকে ভবিষ্যতে চোখ রাখার পরামর্শ সাবেক এই ফুটবলারের, ‘আমরা এই প্রসিদ্ধ শিরোপাটি জিততে চাই। আমাদের প্রবল আকাঙ্ক্ষা এটি। ইতিহাস এখন অতীতে এবং আমরা ভিন্ন খেলোয়াড়দের সঙ্গে ভিন্ন একটি বাস্তবতায় আছি। যা কিছুই ঘটুক না কেন, অতীত আমাদের পেছনে।’

‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুস্পষ্ট একটি লক্ষ্য পিএসজির রয়েছে। এটা আমাদের দায়িত্ব এবং ভক্তরাও বিষয়টি নিয়ে আনন্দিত।’

নতুন বছরের শুরুতে দায়িত্ব নিয়ে এ পর্যন্ত দশ ম্যাচে পিএসজির ডাগআউটে থেকেছেন পচেত্তিনো। আটটিতেই জিতেছে দলটি, হেরেছে ও ড্র করেছে একটি করে। ইতোমধ্যে ফরাসি সুপার কাপের শিরোপার স্বাদ নেওয়া হয়েছে তার।

তবে বার্সার বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বৈরথে পূর্ণ শক্তির দল নামাতে পারছেন না পিএসজি কোচ। চোটের কারণে আনহেল দি মারিয়ার পর নেইমারও ছিটকে গেছেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ফিরতি লেগেও খেলতে পারেন কিনা টা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

18m ago