ইরাকে ‘মার্কিন দখলদারিত্বের’ বিরুদ্ধে আরও হামলার প্রতীজ্ঞা
ইরাকে ‘মার্কিন দখলদারিত্বের’ বিরুদ্ধে আরও হামলার প্রতীজ্ঞা করেছে শিয়া সশস্ত্র সংগঠন আওলিয়া আল-দাম।
গতকাল সোমবার গভীর রাতে ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ঘাঁটিতে রকেট হামলায় এক বেসামরিক ঠিকাদার নিহত ও এক মার্কিন সেনাসহ আট জন আহত হওয়ার ঘটনার পর এমন প্রতীজ্ঞা করেছে স্বল্প পরিচিত এই সংগঠনটি।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দুই মাস পর পশ্চিমের দেশগুলোর সামরিক বাহিনী ও কূটনীতিক স্থাপনায় এমন হামলার ঘটনা ঘটেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, কিরকুক প্রদেশের সীমান্তের কাছে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলের দক্ষিণ দিক থেকে এই হামলা চালানো হয়। বিমানবন্দরের কাছে কয়েকটি আবাসিক এলাকায় রকেট আঘাত হানে।
এই হামলার দায় স্বীকার করেছে আওলিয়া আল-দাম নামের একটি স্বল্প পরিচিত শিয়া সংগঠন।
বিশ্বব্যাপী সশস্ত্র সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আওলিয়া আল-দাম বলেছে, ‘আমেরিকার দখলে থাকা ইরাকের এমনকি, কুর্দিস্তানের এক ইঞ্চি জমিও আমাদের আক্রমণ থেকে নিরাপদ থাকবে না। আমরা আরও মানসম্মত হামলার প্রতীজ্ঞা করছি।’
এ হামলার পর যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘আমরা আজকের এই রকেট হামলার ঘটনায় ক্ষুব্ধ। দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘প্রাথমিক সংবাদে জানা গেছে যে ঐ হামলায় একজন বেসামরিক ঠিকাদার নিহত ও মিত্র বাহিনীর কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন আমেরিকান সেনা ও কয়েকজন আমেরিকান ঠিকাদারও রয়েছেন।’
এই হামলাটিকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ টুইটারে বলেছেন, ‘এর মাধ্যমে সংঘাত বিপৎজনকভাবে ছড়িয়ে পড়বে।’
কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মনসুর বারজানিও কঠোর ভাষায় এই হামলার নিন্দা করেছেন।
মিত্র বাহিনীর মুখপাত্র ওয়েনি ম্যারোটো গণমাধ্যমকে বলেছেন, ‘ইরবিলে মিত্র বাহিনীর স্থাপনায় করেকটি রকেট এসে পড়ে। বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা বাড়নো হয়েছে।’
তিনি জানিয়েছেন, হামলায় নিহত ব্যক্তি ইরাকি নন। তবে তার পরিচয় তিনি প্রকাশ করেননি।
Comments