৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের গতি বাড়েনি: সানেম

Sanem-1.png

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ছয় মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কাঙ্ক্ষিত পর্যায়ে পরিবর্তন হয়নি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার সানেম জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কিছুটা ধীর।

৫০০টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সানেমের বিজনেস কনফিডেন্স ইনডেক্স (বিসিআই) জরিপে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জরিপকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭১ শতাংশ তাদের অর্থনীতি পুনরুদ্ধারের কথা জানিয়েছে।

পুনরুদ্ধারকৃত ব্যবসা প্রতিষ্ঠানের ১৬ শতাংশ দৃঢ়ভাবে ব্যবসায় ফিরে এসেছে এবং ৪০ শতাংশ মাঝামাঝি অবস্থায় এসেছে বলে জানায় সানেম। আর বাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনোভাবে ব্যবসা পুনরুদ্ধার করতে পেরেছে।

গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সানেমের বিসিআইয়ের দ্বিতীয় রাউন্ড জরিপের ফলাফলও প্রায় একইরকম ছিল।

সানেমের দক্ষিণ এশীয় নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সেলিম রায়হান আজ ভার্চুয়াল আলোচনা সভায় জরিপের ফলাফল তুলে ধরেন।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিসিআইয়ের খুব একটা উন্নতি হয়নি। রপ্তানি গন্তব্যগুলোতে করোনার প্রভাব থাকায় এ অবস্থার উন্নতি হয়নি।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago