কঙ্গোতে নৌকা ডুবে নিহত অন্তত ৬০

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পশ্চিমাঞ্চলের কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও কয়েকশ মানুষ।
আজ মঙ্গলবার পশ্চিম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মানবিক কর্ম মন্ত্রী স্টিভ এমবিকাই আল জাজিরাকে বলেন, আগের রাতে মাই-এনডোম্বে প্রদেশের লঙ্গোলার আকুলা গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকায় সাতশ মানুষ ছিল।
‘এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ এবং তিনশ জনকে জীবিত উদ্ধার করেছে। জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আছেন অনেকেই।’
মন্ত্রী বলেন, ‘ডুবে যাওয়ার প্রধান কারণ অতিরিক্ত পণ্য বোঝাই এবং তিমি নৌকায় অতিরিক্ত সংখ্যক যাত্রী বহন।’
খনিজ সমৃদ্ধ দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনার প্রধান কারণ জাহাজ অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই। এছাড়া, জাহাজে ভ্রমণকারী অধিকাংশই যাত্রী লাইফ জ্যাকেট পরেন না।
গত মাসে কিভু হ্রদে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়।
গত বছরের মে মাসে কিভু হ্রদে একটি জাহাজ ডুবে আট বছরের শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। এছাড়া, ২০১০ সালের জুলাইতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বান্দুন্দে একটি নৌকা ডুবে ১৩৫ জনেরও বেশি মানুষ মারা যায়।
Comments