বাংলাদেশে ইফাদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান অর্থমন্ত্রীর

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
mustafa_kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারের আট সদস্যদের প্রতিনিধিদল অংশ নেয়।

ইফাদের আরপিএসএফের আওতায় বাংলাদেশের ২৬ হাজার কৃষক পরিবারকে বাড়ির উঠানে সবজি বাগান করার লক্ষ্যে নয় লাখ ১৫ হাজার মার্কিন ডলার অনুদান সহায়তা প্রদান করায় ইফাদকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।

এসময় তিনি গত ১০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, বিশেষ করে কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।

গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ও ক্ষমতায়ন সংশ্লিষ্ট প্রকল্পে ইফাদের অনুদান সহায়তা বা সহজ শর্তে ঋণ প্রদান, ভবিষ্যতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় জিইএফ, জিসিএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগী তহবিল হতে বাংলাদেশে অর্থায়নের জন্য ইফাদকে অনুরোধ জানানো হয়।

ঢাকাস্থ বাংলাদেশের কান্ট্রি অফিসের সাংগঠনিক কাঠামো কলেবর বৃদ্ধি এবং পর্যাপ্ত জনবল বৃদ্ধিপূর্বক বাংলাদেশে ইফাদের প্রকল্প সহায়তা বৃদ্ধির জন্য অনুরোধ করেন অর্থমন্ত্রী।

ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো আগামী ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ইফাদের আরপিএসএফের আওতায় অনুদান সহায়তাপ্রাপ্ত প্রথম আটটি দেশের একটি। আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি ইফাদের ৪৪তম গভর্নিং কাউন্সিল ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর গভর্নিং কাউন্সিলের সভা ইতালির রোমে ইফাদের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবারই কোভিড-১৯ মহামারির কারণে প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Govt to form commissions to reform 6 key sectors: Yunus

The commissions are expected to start their functions from October 1 and they are expected to complete their work within the next three months, said Chief Adviser Prof Muhammad Yunus in his televised address to the nation

4h ago