জৈব সুরক্ষা বলয়ের ধকল: মানসিক স্বাস্থ্য বিরতিতে ডি কক
এক সময় টানা খেলার ক্লান্তিতে মাঝেমাঝে বিশ্রামে যেতেন ক্রিকেটাররা। কিন্তু বর্তমানে তার সঙ্গে যোগ হয়েছে করোনাভাইরাসের কড়াকড়ি। খেলতে গেলেও জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। টানা এভাবে থাকতে থাকতে তৈরি হয় অবসাদ। তেমন এক পরিস্থিতির জন্য মানসিক স্বাস্থ্য বিরতিতে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টেন ডি কক।
এই বিরতির জন্য শুরু হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আন্ড্রু ব্রিটজকে জানান, মানসিক অবসাদ কাটাতে আগামী কয়েক সপ্তাহ খেলা থেকে বিরতিতে থাকবেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই সময়ে ডি কককে সমর্থন যোগাবে বলেন জানান তিনি।
গত সপ্তাহে পাকিস্তান থেকে টেস্ট সিরিজ খেলে নিজ দেশে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। সিরিজে দুই ম্যাচেই হারে তার দল। নিজের ফর্ম আর অধিনায়কত্বও হয় প্রশ্নবিদ্ধ। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ছিলেন না ডি কক। সেই সিরিজও ২-১ ব্যবধানে হেরে যায় প্রোটিয়ারা।
ডি কক জানান, গত মাসখানেক তিনি জৈব সুরক্ষা বলয়ের ধকল সইতে না পেরে হাঁপিয়ে উঠছিলেন। যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ সোমবার জানিয়েছিলেন, বোর্ডের চুক্তিতে থাকা সমস্ত ক্রিকেটারকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও পরে চার দিনের আসর খেলতে হবে।
মানসিক অবসাদের কারণে তা করতে পারবেন না বাঁহাতি কিপার ব্যাটসম্যান। ডি কক ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি আসরে অজানা কারণে নেই সম্প্রতি টেস্ট থেকে অবসরে যাওয়া ফাফ দু প্লেসি।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ককে পাকিস্তান সুপার লিগের শুরু থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটরের হয়ে খেলতে দেখা যাবে।
Comments