আবার একসঙ্গে শাকিব-বুবলী
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবার একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও শবনম বুবলীকে। এই জুটির নতুন সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’।
নতুন সিনেমাতে ইতোমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২০ মার্চ থেকে এই সিনেমার শুটিং শুরু হবে।
সিনেমাটি পরিচালনার মাধ্যমে পরিচালনায় পথচলা শুরু হচ্ছে নাট্যনির্মাতা তপু খানের। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)।
আজ বুধবার দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন তপু খান।
পরিচালক তপু খান বলেন, ‘প্রত্যেক নির্মাতার স্বপ্নের শেষ পরিধি হচ্ছে সিনেমা নির্মাণ। আমার প্রথম সিনেমায় শাকিব খানকে পেয়েছি। এটা আমার অনেক দিনের স্বপ্ন। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়া।’
এই জুটিকে সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমাতে দেখা গিয়েছিল। গত বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল বীর।
Comments